https://krishimela.com.bd/

https://krishimela.com.bd/
https://krishimela.com.bd/

Saturday, November 08, 2014

How to read english newspaper in bangla 01

বাংলায় পড়ি ইংরেজি পত্রিকা ০১ : How to read english newspaper in bangla

Blaze in factory inside Dhaka jail: ঢাকা কারাগারে মধ্যে কারখানায় আগুন
Security beefed up (জোরদার) in entire area: সমগ্র এলাকায় নিরাপত্তা জোরদার
Staff Reporter: A devastating (ভয়াবহ) fire broke out (ছড়িয়ে পড়া) at a blanket factory adjacent (সংলগ্ন) to the residence (বাসভবন) of Inspector General of Police (Prison) inside the Dhaka Central Jail premises (প্রাঙ্গনে) in the capital's Bakshibazar area on Friday afternoon. শুক্রবার বিকালে রাজধানীর বকশীবাজার এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে পুলিশ এর মহাপরিদর্শক এর বাসভবন সংলগ্ন একটি কম্বল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। The reason behind the fire (অগ্নিকাণ্ডের কারন) could not be known immediately (তাৎক্ষনিকভাবে) and the estimated loss (আনুমানিক ক্ষতি) in the incident (ঘটনা) would be (তে পারে) more than Tk 22 crore, Fire Services and police sources said. ফায়ার সার্ভিস পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের কারন সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি তবে ঘটনা আনুমানিক ক্ষতি 22 কোটি টাক বেশী তে পারেMore than two lakh and 21 thousand pieces of blankets were in the store in the factory, sources said. সূত্র জানায়, কারখানা গুদামে দুই লাখ ২১ হাজার এর বেশি কম্বল ছিল, Soon after (সাথে সাথেই) the fire incident, security in and around the central jail was beefed up. অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথেই কেন্দ্রীয় কারাগারে মধ্যে এবং চারপাশে  নিরাপত্তা জোরদার করা হয়েছAround three platoons of police have been deployed (মোতায়েন) around the jail to thwart (prevent) any unpleasant incident(অপ্রীতিকর ঘটনা). যেকোনো অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় প্রায় তিন প্লাটুন পুলিশ জেলে চারপাশে মোতায়েন করা হয়েছে Fire Service and Civil Defense's Control-Room Officer-in-Charge (OC) Enayet Hossain said that the fire might have originated (সূত্রপাত) from the electric short-circuit in the one-storied 'Warming Woolen Mills' around 4:30pm. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কন্ট্রোল-রুম অফিসার ইন চার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, ভোর ৪ টা ৩০ মিনিটের দিকে দোতলা 'ওয়ার্মিং পশমী মিলস' এর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে । At least eight firefighting (অগ্নিকাণ্ড নির্বাপক) units from fire service headquarters, Lalbagh and Polashi stations brought the blaze under control (নিয়ন্ত্রণে আনা) at around 6:00pm. ফায়ার সার্ভিস সদর দপ্তর, লালবাগ পলাশী  স্টেশন থেকে অন্তত আটটি অগ্নিকাণ্ড নির্বাপক ইউনিট সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 



1 comment: